full web page screenshot without any software app or website

আমাদের অনেক সময় বিভিন্ন কাজে ওয়েবসাইটের ফুল পেজ স্ক্রিনশট (Full Web Page Screenshot) নেয়ার প্রয়োজন পরে। তার জন্য আমরা সাধারণত 3rd Party ওয়েবসাইট বা ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে থাকি। কিন্তু এগুলো সবসময় ঠিকভাবে কাজ করে না। যেমনঃ যেসব সাইটে ট্রিকবিডির মত Cloudflare Captcha চালু করা আছে বা DDoS Attack Protection চালু করা আছে সেসব সাইটে 3rd Party ওয়েবসাইট কাজ করবে না। কারন 3rd Party ওয়েবসাইট যখন স্ক্রিনশট নিতে সাইট ভিজিট করে তখন Bot আর Captcha পার করতে পারে না।bot failed to escape captcha

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন আমি একটা 3rd Party ওয়েবসাইট এর মাধ্যমে ফুল পেজ স্ক্রিনশট নিতে গেলাম কিন্তু ট্রিকবিডিতে Cloudflare Captcha থাকার কারনে আসল সাইটের স্ক্রিনশট নিতে পারে নাই। তাই আজকে যেই মেথডটা দেখাব এটা দিয়ে আপনি যেকোন ওয়েবসাইটের ফুল পেজ স্ক্রিনশট নিতে পারেবন। Cloudflare Captcha, DDoS Attack Protection, ইত্যাদি চালু থাকলেও স্ক্রিনশট নিতে পারবেন।

আজকের মেথডের সুবিধাঃ

  • Cloudflare Captcha, DDoS Attack Protection, ইত্যাদি চালু থাকলেও স্ক্রিনশট নিতে পারবেন
  • কোন প্রকার 3rd Party ওয়েবসাইট বা Extension ব্যবহার করতে হবে না
  • হাই কোয়ালিটি স্ক্রিনশট ক্যাপচার হবে ফলে লেখা, ছবি, ইত্যাদি সবকিছু ক্লিয়ারভাবে দেখা যাবে
  • Chromium Based যেকোন ব্রাউজারে এই মেথড কাজ করবে

নিচের লিংক থেকে ডেমো নিতে পারেন।

কিভাবে কোন ওয়েবসাইট, এক্সটেনশন ছাড়া Full Web Page Screenshot নিবেন (Computer):

আমি আজকে যেই মেথড দেখাব এটা Chromium Based যেকোন ব্রাউজারে এই মেথড কাজ করবে। যেমনঃ Chrome, Brave, Yandex  Browser, Edge,  Vivaldi, Ecosia, Opera, ইত্যাদি। তাহলে চলুন দেখা যাক কিভাবে স্ক্রিনশট নিবেন।

  1. প্রথমে যেই ওয়েবসাইটের ফুল পেজ স্ক্রিনশট (Full Page Screenshot) নিতে চান সেটা ওপেন করুন
  2. Ctrl + Shift + I চেপে ধরে রাখুন, সাইডে একটা পেজ ওপেন হলে ছেড়ে দিনctrl + shift + I
  3.  আবার Ctrl + Shift + P চেপে ধরে রাখুন, একটা Command Promt ওপেন হলে ছেড়ে দিন
  4. Command Prompt এ লিখুন Screenshot, লেখার পর দেখবেন নিচে একটা লিস্ট আসবেctrl + shift + P
  5. লিস্টে দেখতে পাবেন Capture Full Size Screenshot নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলেই Full Web Page Screenshot ক্যাপচার হয়ে অটোমেটিকভাবে আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে।

স্ক্রিনশটটা আপনার কম্পিউটারের Download ফোল্ডারে পাবেন।

মোবাইলে কিভাবে লং স্ক্রিনশট নিবেনঃ

এখন মোটামুটি সব ফোনেই লং স্ক্রিনশট বা Full Page Screenshot নেয়ার বিল্ট ইন অপশন থাকে, বিশেষ করে এন্ড্রয়েড ফোনে থাকে।


  • স্ক্রিনশট নেয়ার পর স্ক্রিনের নিচে যে পপ-আপ মেনুটা আসবে সেখানে দেখতে পাবেন একটা Arrow Sign বা Long Screenshot এরকম কিছু লেখা থাকে। এটাতে ক্লিক করলে আস্তে আস্তে স্ক্রিনশট লং হতে থাকবে।long screenshot samsung
  • উপরের ছবিতে দেখতে পাচ্ছেন একটা Arrow Sign আছে। এটা হলো Samsung ফোনের সিস্টেম। Vivo, iQOO বা Chinese ফোনে সাধারণত Long Screenshot লেখা থাকে, সিস্টেম একই। শুধু লেখা বা সাইনটা আলাদা থাকে।
  • আর Xiaomi ফোনে Scroll লেখা থাকে। যেমন নিচের ছবিতে দেখতে পাচ্ছেন।long screenshot xiaomi

তাছাড়া নিচে কিছু 3rd Party  Apps দেয়া আছে। আপনার ফোনে যদি বিল্ট ইন সিস্টেম না থাকে তাহলে 3rd Party Apps দিয়ে লং স্ক্রিনশট নিতে পারবেন।

Full Web Page Screenshot নেয়ার 3rd Party অপশনঃ

Full Web Page Screenshot নেয়ার জন্য অনেক 3rd Party ওয়েবসাইট, Browser Extension, Mobile App, ইত্যাদি পেয়ে যাবেন। নিচে কয়েকটা তুলে ধরলাম।

ওয়েবসাইটঃ

ব্রাউজার এক্সটেনশনঃ

মোবাইল অ্যাপস (Android):

আজকের মত এখানেই শেষ করলাম, কোনকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন।

Leave a Comment