আপনারা তো জানোই পৃথিবীতে বহু ধর্ম প্রচলিত কিন্তু বলা ভারি মুশকিল এদের মধ্যে কোন্ ধর্ম সবচেয়ে প্রাচীন। তবে ধর্মের উৎপত্তি কাহিনি খুবই কৌতুহলোকর ।

মানুষ যখন থেকে চিন্তা ভাবনা করতে শিখল তখন দেখল যে, প্রকৃতির কাছ থেকে বিভিন্ন আপদ বিপদ- আসে। তাই সে বিভিন্ন শক্তিকে নানা কাল্পনিক নাম দিয়ে তাদের উপাসনা করতে আরম্ভ করল। সভ্যতার সেই গোড়ার দিকে মানুষ আজকের মতো একা একা বাস করত না। বাধ্য হয়েই একতাবদ্ধ হয়ে বসবাস করত। তার ফলে উপাসনাও আরম্ভ করল সঙ্ঘবদ্ধভাবে। এইভাবে উপাসনা করা থেকে ক্রমশ তারা সেই সঙ্ঘবদ্ধরূপ প্রকাশ পেল ধর্মের আকারে।


বিশ্বের এক এক অঞ্চলে প্রাকৃতিক, দেশজ ইত্যাদি নানা কারণে নানা ধর্ম দেখা দিল। এদের মধ্যে বেশি সংখ্যক মানুষ যে যে ধর্ম পালন করে, তাদের প্রথম প্রচারক ও মোটামুটিভাবে তাদের উৎপত্তির সময় হলো এই রকম :

হিন্দু : ঋগ্বেদ অবলম্বন করে হিন্দু ধর্মের উৎপত্তি হয় ভারতবর্ষে প্রচারকের নাম পাওয়া যায় না।


জুদা (Juda) : ধর্মপুস্তক ওল্ড টেস্টামেন্ট এবং তালমুদ (Talmud) ভিত্তি করে এটা হলো ইহুদিদের ধর্ম। মুসা (Moses) থেকে উৎপত্তি ধরা হয়।


জরথুস্ত্রবাদ (Zoroastrianism) : পারস্যের দার্শনিক জরথুস্ত্রকে (ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দ) প্রচারক মনে করা হয়। ধর্মের ভিত্তি হলো, ধর্মপুস্তক অবেস্তা (Avesta) এবং ব্যাখ্যা জেন্দ (Zend)।


বৌদ্ধ : গৌতম বুদ্ধ (৫৬৬? - ৪৮০ খ্রিঃপূঃ) এই ধর্মের প্রবর্তক ।


দাও বা তাও (Taoism) : চীনা ভাষায় 'দাও' (Tao) মানে হলো 'পথ'। দার্শনিক লাওজে (Lao-tse ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দ) তাওবাদের প্রচারক। কুনফুশিয়ান (Confusianism) : চীনা দার্শনিক কনফুশিয়াস (ষষ্ঠ খ্রিস্ট পূর্বাব্দ) যার চীনা ভাষায় নাম হলো, কুঙ ফুৎসু (Kug fu-tsu) এই ধর্মের প্রচারক।


শিন্তো (Shintoism) : বৌদ্ধধর্ম প্রচারের আগে থেকে প্রচলিত জাপানের নিজস্ব প্রাচীন ধর্ম। প্রচারক বা উৎপত্তির সময় জানা যায় না। এ ধর্মের পদ্ধতি হলো পূর্বপুরুষদের উপাসনা করা ।


খৃষ্টান (Christianity) : যিশুখ্রিস্ট থেকে খ্রিস্টান ধর্মের প্রচলন এবং যিশুখ্রিস্টের জন্মকাল থেকে খ্রিষ্টাব্দ গণনা করা হয় ।


ইসলাম (Islam) : আরব দেশের মহম্মদ (স.) (৫৭০-৬৩২) এই ধর্ম প্রচার করেন। মহম্মদের (স.) মক্কা থেকে মদীনা যাত্রার দিন (৬২২ খ্রিষ্টাব্দ) থেকে হিজরি বা হিজরা সন প্রচলিত।


শিখ (Sikh) : ভারতে নানক (১৪৬৯-১৫৩৮) শিখধর্মের প্রবর্তক । ওপরে যেসব ধর্মের নাম দেওয়া হলো, সেগুলো সাজানো হয়েছে প্রাচীনত্বের দিকে নজর রেখে। লক্ষ্য করে দেখো এদের অধিকাংশের উৎপত্তিকাল মোটামুটিভাবে ষষ্ঠ পূর্বাব্দের কাছে পাঠে ইতিহাসে নিশ্চয়ই পড়েছ যে, এর কিছু আগ থেকে ব্রোঞ্জযুগ শেষ হয়ে লৌহযুগ আরম্ভ হয়েছে।


পৃথিবীতে এইসব ধর্মের মতাবলম্বীদের সংখ্যার দিক থেকে খ্রিষ্ট ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, কনফুশিয়ান ধর্ম ও বৌদ্ধধর্ম প্রধান। অন্যান্য ধর্মের অনুগামীদের সংখ্যা এদের পর।


Leave a Comment