উড়োজাহাজের আবিষ্কার পৃথিবীটাকে অনেক ছোট করে ফেলেছে। ভ্রমণকে করেছে অভাবনীয়ভাবে দ্রুত। আগে যে দূরত্ব অতিক্রম করতে মাসের পর মাস সময় লাগত, আজকের দিনে আমরা তা অতিক্রম করি মাত্র কয়েক ঘণ্টায় ।
পৃথিবীর প্রত্যেক দেশের প্রধান প্রধান নগরীতে আছে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিমান পরিবহনের ক্ষেত্রে বিমানবন্দর। ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত দিল্লি, মুম্বাই ও কলকাতায়। বাংলাদেশে ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর। তোমরা কী জানো-
পৃথিবীর কোন্ বিমানবন্দর সব চেয়ে কর্মব্যস্ত?
সাধারণত বিশ্বাস করা হয় যে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্ত র্জাতিক বিমানবন্দরটিই সব থেকে কর্মব্যস্ত। কিন্তু আসলে তা নয়। পৃথিবীর সবচেয়ে কর্মব্যস্ত বিমানবন্দরটি হলো শিকাগো আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে গড়পড়তা প্রতি ৪২.৫ সেকেন্ডে একটা করে বিমান উঠে কিংবা নামে। তার অর্থ হলো, প্রতি ঘণ্টায় প্রায় ৮৫টি উড়োজাহাজ এখানে উঠা- নামা করে। উক্ত পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন উড্ডয়নের সংখ্যা দাঁড়ায় ২,০৩৬টি। বিমানবন্দরটিতে সপ্তাহে উড়োজাহাজের উঠা-নামার সংখ্যা হলো ১৪,২৫৫ এবং বছরে ঐ সংখ্যা হলো ৭৪১,২৭২।
বিমানের নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সর্বপ্রকার সর্বাধুনিক যন্ত্রপাতি দিয়ে এই বিমানবন্দরটি সুসজ্জিত।
Leave a Comment