আন্তর্জাতিক বিচারালয় সম্মিলিত জাতিসংঘের  বিচার বিষয়ক প্রধান অঙ্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই এই বিচারালয় গঠন করা হয়। হল্যান্ডের “দি হেগ (Hague) নামক স্থানে বিচারালয়টি অবস্থিত। তবে ইচ্ছা করলে যে কোনো জায়গায় এটি তার অধিবেশন (Session) বসাতে পারে। এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 'দি হেগ এ-১৯৪৬ সালের এপ্রিল ও মে মাসে।


আন্তর্জাতিক বিচারালয় সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য দেশগুলোর মধ্যকার ঝগড়া, তর্কবিতর্ক বা বিবাদ মেটায়। ১৫ জন বিচারপতি নিয়ে বিচারালয়টি গঠিত। এর গঠনতন্ত্র অনুসারে কোনো দেশ থেকে একজনের বেশি বিচারপতি থাকতে পারে না। সাধারণ পরিষদ (General Assembly) ও নিরাপত্তা পরিষদ (Security Council) কর্তৃক ঐ সব বিচারপতিরা ৯ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। তারা পুনঃনির্বাচনের জন্যও বিবেচিত হন। বিচারপতিরা সমগ্র আন্তর্জাতিক সরকারের (রাষ্ট্রের) প্রতিনিধিত্ব করেন।


বিচারালয়ের সরকারি (Official) ভাষা হলো-ফ্রেঞ্চ ও ইংরেজি। বিবাদমান পার্টি ভাষাদ্বয়ের যেকোনো একটিকে ব্যবহার করতে পারে। পার্টিদ্বয় তাদের অভিযোগ বিজ্ঞপ্তির মাধ্যমে অথবা যেকোনো এক পার্টি তার অভিযোগ এক তরফাভাবে রেজিস্ট্রারকে লিখিত দরখাস্তের মাধ্যমে বিচারালয়ে আনতে পারে। বিচারালয়টি একটি স্বায়ত্তশাসিত সংস্থা (Autonomous body)। সংস্থাটি এর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করে। কিন্তু রেজিস্ট্রারকে করে নিযুক্ত (Apoints)। তাছাড়া প্রয়োজন অনুসারে সংস্থাটি অফিসার ও কেরাণীর পদেও লোক নিযুক্ত করে থাকে। প্রেসিডেন্ট ও রেজিস্ট্রারকে 'দি হেগ' – এই থাকতে হয়।


পৃথিবীর সর্বোচ্চ রেলপথ কোথায় অবস্থিত?

 বর্তমানকালে যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো রেলপথ। প্রতিদিন পৃথিবীতে হাজার হাজার ট্রেন রেলপথের উপর দিয়ে যাতায়াত করে । কতগুলো ট্রেন যাত্রীদের পরিবহন করে আর অন্যান্য ট্রেন খাদ্যশস্য, চেরাই করা কাঠ, কয়লা, যন্ত্রপাতি, এবং অন্যান্য দ্রব্যাদি বহন করে। সবচেয়ে দ্রুতগামী ট্রেনগুলো ঘণ্টায় ২০০ কিলোমিটারেরও বেশি বেগে চলাচল করে। একটি সাধারণভাবে ব্যবহৃত মালগাড়ি এক মহাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাজার হাজার টন ওজনের মাল বহন করে চলতে পারে।



Leave a Comment