ভাষা হলো শব্দের (word) মাধ্যমে মানুষের ভাবের আদান-প্রদানের এক অপরিহার্য উপায়। পৃথিবীর বিভিন্ন দেশে আজ প্রায় ৫০০০ ভাষার মানুষ কথা বলে । শুধু ভারতেই আঞ্চলিক ভাষাসহ মোট ভাষার সংখ্যা ৮৪৫। এর মধ্যে ১৫টি ভাষা রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত।


প্রত্যেক ভাষারই থাকে বর্ণমালা। বর্ণগুলো প্রয়োজন মাফিক জুড়ে জুড়ে আমরা অর্থবোধক শব্দ তৈরি করি। তোমরা কী জানো— পৃথিবীর কোন্ ভাষাতে সবচেয়ে বেশি সংখ্যক শব্দ আছে? ইংরেজিই হলো সেই বেশি শব্দ-সংখ্যার ভাষা। এর শব্দ সংখ্যা ৭,৯০,০০০। এর মধ্যে ৪,৯০,০০০টি হলো সাধারণ শব্দ (Regular word) আর ৩,০০,০০০টি হলো প্রয়োগিকবিদ্যা বা বিজ্ঞান সংক্রান্ত পরিভাষা (Technical terms) | ভাষাবিদদের মতানুসারে উক্ত শব্দ সংখ্যায় ৬০,০০০-এর বেশি শব্দ কেউই তার সারা জীবনে ধরে কথনে ও লিখনে ব্যবহার করে না।


যদিও পৃথিবীতে ৪০,০০,০০,০০০ জনেরও বেশি লোক ইংরেজিতে কথা বলেও তবুও এটা সব থেকে বেশি ব্যবহৃত ভাষা নয়। সব থেকে বেশি ব্যবহৃত ভাষা মান্দারিন বা উত্তর-চীনা ভাষা Mandarir বা North- Chinese)। প্রায় ৬৭,৫০,০০,০০০ জন লোক ঐ ভাষায় কথা বলে ।

ইংরেজিতে যে শব্দটির সব থেকে বেশি সংখ্যক অর্থ বহন করে, সেটি হলো তিন-অক্ষরের এক শব্দ। শব্দটি হলো “সেট" (Set)। বিশেষ্য (Noun) হিসেবে এর ৫৮টি অর্থ হয়, ক্রিয়া (Verb) হিসেবে হয় ১২৬টি অর্থ আর ১০টি হয় ক্রিয়া বিশেষণরূপে (Participle Adjective) ।

Leave a Comment