কেউ যদি সাঁতার না জানে তাহলে তার পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে আবার মৃতদেহ পানিতে ভাসে। তোমরা কি জানো—কেন এ রকম হয়?


আর্কিমিডিসের সূত্র অনুসারে কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হলে সে তার সমায়তনের পানিকে অপসারিত করে। কোনো বস্তু তখনই ভাসে যখন তার ওজন তার সমায়তন পানির ওজন থেকে কম হয়। বস্তুর ওজন যদি তার সমায়তন পানির ওজনের সমান হয়—তাহলে বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসে অর্থাৎ পানির মধ্যে যেখানেই রাখা যাক না কেন, সেখানেই স্থির অবস্থায় থাকে। বস্তুর ওজন তার সমায়তন পানির ওজন থেকে বেশি হলে বস্তু ডুবে যায়। সাধারণত বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে হলে বস্তুটি পানি ভাসে। কম উদাহরণস্বরূপ-কাঠ, কর্ক প্রভৃতি পানিতে ভাসে, কারণ তাদের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম। পানির ঘনত্ব থেকে যে সমস্ত বস্তুর ঘনত্ব বেশি, সে সব বস্তু পানিতে ডুবে যায় ।


মানব শরীরের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম। সেই জন্য কেউ পানিতে পতিত হলে কয়েক সেকেন্ড সে পানিতে ভেসে থাকে। কিন্তু যখন শরীরের মধ্যে পানি ঢোকে তখন তার ঘনত্ব বেড়ে যায় এবং সে তখন নিমজ্জিত হয়। শরীরের ভিতর পানি ঢুকার ফলে যখন শরীর ফুলে উঠা শুরু করে তখন তার আয়তন বেড়ে যায় বলে ঘনত্ব আবার কমে যায়। অন্যকথায় বলা যায় যে, তার শরীর কর্তৃক অপসারিত পানির ওজন তার শরীরের ওজন থেকে বেশি হয়। তার ফলেই মৃতদেহটি পানিতে ভাসতে শুরু করে। অন্যান্য বস্তুর ভাসবার ক্ষেত্রেও ঐ একই সূত্র কার্যকরী।



Leave a Comment