ভূত-পেত্নীরা সত্যি সত্যি কোথায় থাকে?
সব জাতের মানুষ আর ধর্মই ভূত-পেত্নীদের অস্তিত্বে অল্প-বিস্তর বিশ্বাস করে। মাঝে মাঝে খবরের কাগজের পাতায় ভূতদের টিকে থাকার ব্যাপার নিয়ে ফলাও করে খবর-টবরও ছাপা হয়। অনেকে আবার তাদের নিজের চোখে দেখা ভূতের কাহিনি শুনিয়ে থাকেন। হিন্…