ব্যাংক কী করে আরম্ভ হলো?
ইতালিয় শব্দ বাংকা (banca) থেকে ইংরেজির ব্যাংক (bank) শব্দটি এসেছে। মূল শব্দের মানে হলো বেঞ্চ। মধ্যযুগে ইউরোপীয় নবজাগরণ বা রেনেসাঁ (renaissance) যখন ঘটল তখন ইতালি তার পুরোধায় থাকার জন্য অনেক কিছুই সেখানে নতুন দেখা দিল। সে সময় …