চোখ দিয়ে আমরা কিভাবে দেখি?
বস্তুকে দেখার জন্যই আমাদের চোখ। ক্যামেরার মতোই এর কাজ। চোখের আকার গোলকের ন্যায়। চোখের কালো অংশকে বলে অচ্ছেদ- পটল (Cornea)। এই কালো অংশের মাঝখানে থাকে ছোট গোলাকার একটি ছিদ্রপথ। একে চোখের মণি (Pupil) বলে। এই ছিদ্রপথেই চোখে আলো প্র…